Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

ক্রমিক নং

কি সেবা

সেবা গ্রহীতা

কিভাবে পাবেন

(ক)

উদ্ধুদ্ধকরণ

(১৮-৩৫) বছরের যুবরা

বিভিন্ন এলাকায় গিয়ে যুবদের  উদ্ধুদ্ধকণের মাধ্যমে আত্মকর্মসংস্থান।

(খ)

ট্রেডভিত্তিক প্রশিক্ষণ

এলাকায় গিয়ে আগ্রহী যুবদের একত্রিত করে হাস মুরগী পালন, মৎস্য চাষ, গবাদী পশু পালন, ছাগল পালন, মৌমাছি পালন এবং এলাকার চাহিদার ভিওিতে ট্রেড নির্বাচন করে অপ্রাষ্ঠিনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আত্মনির্ভরশীল করার সহযোগীতা করা হয়।

(গ)

ঋণদান কর্মসূচী 

প্রশিক্ষিত যুবদের ঋণ প্রদানের মাধ্যমে প্রকল্প গ্রহণ পূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেয়া হয়। 

(ঘ)

যুব সংগঠন তৈরি

যুবদেরকে একত্রিত করে সংগঠন তৈরি করা হয় এবং সমবায় প্রক্রিয়ায় আত্মনির্ভরশীল করা হয়।

(ঙ)

 নেওয়ার্কিং প্রকল্প

যুব সংগঠনের যুবদের গ্রুপ ভিত্তিক সচেতনা মূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হয়।

(চ)

প্রশিক্ষন

জোরদারকরনপ্রকল্প।

34 wU ‡Uª‡Wi ZvwjKv m¤^wjZ wb‡`©kbv I  ¯’vbxq Pvwn`v wfwˇZ cÖwk¶b cÖ`v‡bi gva¨‡g hye‡`i‡K AvZ¡Kg©x K‡i M‡o †Zvjv|

 

 

পাতা নং- ০৪

সেবা এবং সেবার ধাপসমূহ-

 

 

 

 

ক্রমিক নং

সেবা

সেবার ধাপসমূহ

যুব সমাজকে উদ্ধুদ্ধকরন

চলমান প্রক্রিয়া

ট্রেড ভিওিক প্রশিক্ষণ

ধাপ-   ২ টি

(1)               প্রাতিষ্ঠানিক ধাপ (১/৩/৬মাস)

(2)              অপ্রতিষ্ঠানিক ধাপ (৭/১০/২১দিন)

ঋণদান কর্মসূচী

ধাপ-  ৩ টি

(1)               প্রথম দফা (১০-২৫) হাজার টাকা পর্যমত

(2)              দ্বিতীয় দফা (২৬-৫০) হাজার টাকা পর্যমত

(3)            

r

তৃতীয় দফা (৫১-৭৫) হাজার টাকা পর্যমত

ভোক্তার অধিকার

উ পাদিত পণ্য সামগ্রীর বাজারজাতকরণে সহযোগীতা করা।

বৃক্ষ রোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা

বিভিন্ন জাতীয় দিবসে যুবদের মাধ্যমে বাসত্মাবয়ন করা হয়।

 


পাতা নং- ০

 

সিটিজেন চার্টার সিট

 

১।  ১৮-৩৫ বছরের যুবদের উদ্ধুদ্ধ করণেরমাধ্যমে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভশীল করে গড়ে তোলা।

 

r

r

২।  প্রাতিষ্ঠানিকঃ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান যেমন- কম্পিউটার, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এপলিকেশন, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, পোষাক তৈরী ব্লকবাটিক,  মস্য চাষ এবং হাঁস-মুরগী ও গবাদী পশু পালন প্রশিক্ষণ প্রদান করা হয়।

      অপ্রাতিষ্ঠানিকঃ হাঁস-মুরগী ও গবাদী পশু পালন, ম স্য চাষ, মৌমাছি পালন এছাড়াও স্থানীয় চাহিদার ভিত্তিতে যে কোন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল করার সুযোগ করে দেয়া হয়।

৩।   প্রশিক্ষিত যুবদের আবেদনের প্রেিক্ষতে প্রকল্প তদন্তপূর্বক ঋণের ব্যবস্থা করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হয়।

৪।  প্রশিক্ষণকালীন সময় যুবদের বিভিন্ন জাতীয় দিবস সম্পর্কে এবং সচেতনতামূলক হিসাবে ইভ-টিজিং প্রতিরোধে মোটিভেশন, পরিবার পরিকল্পনা, জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা, স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কে সচেতনতা, মাদকাশক্তি থেকে বিরত থাকা, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করণ, HIV এইডস প্রতিরোধে সতেনতা, বাল্য বিবাহ ও যৌতুক নিরসনে এবং বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরণ করা হয়ে থাকে। এছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যেমন- ভিজিএফ, ভিজিডি, টিআর এবং সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জরুরী ভিত্তিতে গৃহীত কর্মসূচী/প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে উপজেলা পর্যায়ে অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় পূর্বক কাজে সহযোগিতা করা হয়।

 

 

৫।  যুব সংগঠনের যুবদের একত্রিত করে সচেতনতামূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে জনগণের জীবন যাত্রা মানের উন্নয়ন করার চেষ্টা করা হয়ে থাকে।

৬।  যুবদের বিভিন্ন জাতীয় দিবসে খেলাধুলার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মানষিক বিকাশ সাধন করা হয়ে থাকে।